মহান ১২ রবিউল আওয়াল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার
আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায়
হারুয়ালছড়ি দরবার শরীফে “জশনে জুলূসে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম”
“তাহমীদে খোদা তাওসীফে নবী
তাসবীহ ও ছানা তা’যীমে নবী,
মিলাদে নবী কী হার মাহফিল
‘উনওয়ানে ‘ইবাদত হূতী হ্যায়।”
“নবীর গুণগান প্রশংসা আল্লার
নবীজির সম্মান গুণগান আল্লার,
নবীর মীলাদের সকল আয়োজন
ইবাদতে শুমার হতে লাগিল”
রহমতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ধরাধামে শুভাগমনের স্মৃতি বিজড়িত দিবস আসন্ন মহান ১২ই রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বৃহস্পতিবার আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের উদ্যোগে হারুয়ালছড়ি দরবার শরীফে ব্যাপক কর্মসূচির মাধ্যমে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লাম উদযাপিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে—






উক্ত আয়োজনে শরীক হয়ে আল্লাহ ও রসূলের সন্তুষ্টি অর্জনে যত্নবান হওয়ার জন্য আঞ্জুমানের পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রইল।